জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের ঝগড়া থামাতে গিয়ে উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ সর্দার (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের জামাতা সোহাগ সরকার।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া পূর্বপাড়া এলাকার মৃত অনি মন্ডলের ছেলে আব্দুল করিম ও মৃত খালেক আকন্দের ছেলে আব্দুল সালাম এর সাথে ৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন শুক্রবার সকালে বিরোধপূর্ন জমিতে আব্দুল সালাম এর নেতৃত্বে আঃ রশিদ, শাহ কামাল, শাহ আলম, স্বপন মিয়া, জামাল উদ্দিন, সুলতান মিয়া, শাহা আলী গংরা হাল চাষ করতে যায়। এ সময় করিম মন্ডলের লোকজন বাধা দেয়। পরে এক পর্যায়ে উভয় পক্ষে কথা কাটাকাটি ও হাতাহাতির সৃষ্টি হলে পরিস্থিতি শান্ত করতে স্থানীয় মুরুব্বী হিসেবে আজিজ সর্দার এগিয়ে আসেন। পরে আব্দুল রশিদ এর স্ত্রী রেভা বেগম মাতাব্বর লাগবে না বলে ধাক্কা দিলে ধারালো কোদালের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের জামাতা সোহাগ সরকার বলেন, দুইপক্ষের মারামারি ফেরাতে গেলে আমার শ্বশুরকে ধাক্কা দিয়ে ধারালো কোদালের ওপর ফেলে দেয় রেভা বেগম। পরে হাসপাতালে নিলে তিনি মারা যান।
সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

