গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ডের কালামপুর এলাকায় কালামপুর হরিমন্দির যুব সংঘের উদ্যোগে সরস্বতী পূজা উদযাপন করা হয়। পূজা অর্চনা, প্রতিমা স্থাপন ও ধর্মালোচনাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপন করে বিভিন্ন স্কুলের সনাতন ধর্মাবলম্বী ও শিক্ষার্থীরা। এ উপলক্ষ্যে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে মন্দিরে বাণী অর্চনা শুরু হয় ও দুপুরে প্রসাদ বিতরণ করা হয়।
রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌর যুবদলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর বিএনপি`র নির্বাহী সদস্য মোতাহার হোসেন, ৬ নং ওয়ার্ড যুবদল নেতা নুরুজ্জামান (জামাল) হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কালিয়াকৈর পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক পরান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা রাহুল রায়।
হিন্দু ধর্মাবলম্বী ও শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :