ফরিদপুর জেলার সালথায় কাজীর বল্লভদীলল সাহিত্য উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব কাজী বেদন আলী স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার (৩১ জানুয়ারি) উপজেলার বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বালি। বিশেষ অতিথি ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আতাউর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর পরমাণু চিকিৎসা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডাঃ হাফিজুর রহমান। আলোচক ছিলেন সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ড. রেজভী মাহমুদ। সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র কাজী মোঃ আলী আহসান কল্লোল।
ওই সভায় আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠক কবি আবু জাফর দীলু, কবি ও সংগঠক মনোয়ারা মোর্শেদা চৌধুরী, খেয়া সাংস্কৃতিক সংস্থার সংগঠক ও অধিকর্তা কবি ম. নিজাম, সাহিত্য উন্নয়ন সংস্থার সদস্য সচিব ও দৈনিক সমকালের ফরিদপুর জেলা প্রতিনিধি হাসানুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মোঃ শওকত আলী শরীফ ও মুকসুদপুর শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম।
সঞ্চালনা করেন বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল হোসেন। অনুষ্ঠানে, কবি ও সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :