AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শ্যালক, আহত বোনাই



মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শ্যালক, আহত বোনাই

যশোর যাওয়ার পথে ঝিনাইদহের চুরামনকাঠিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিয়াল হোসেন (২০) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বোনাই এনজিও কর্মী মামুন হোসেন (৩৫)। তারা দু’জনই ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রিয়াল হোসেন কাশিপুর গ্রামের ঈমান উদ্দিনের একমাত্র ছেলে এবং যশোর এমএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত মামুন হোসেন একই গ্রামের শামসুল মন্ডলের ছেলে এবং যশোরে শিশু ফাউন্ডেশনে কর্মরত। সম্পর্কে তারা শ্যালক ও বোনাই।

শনিবার সকালে যশোরগামী একটি মোটরসাইকেলে দু’জন একসাথে যাত্রা করেন। পথিমধ্যে চুরামনকাঠি এলাকায় তারা দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে মামুনকে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা শেষে রিয়ালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

পরে স্বজনরা রিয়ালের মরদেহ কোটচাঁদপুরের নিজ বাড়িতে নিয়ে আসেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন বাড়িতে। একমাত্র ছেলের মৃত্যুতে শোকে পাথর রিয়ালের বাবা-মা।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান,“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

 

একুশে সংবাদ/ঝি.প্র /এ.জে

Link copied!