উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মর্যাদাহানিকর’ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়ক মো. সারজিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন সারজিসকে এই নোটিশ পাঠান। এতে বলা হয়, দেশের প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং প্রেস কনফারেন্স করে দুই ঘণ্টার মধ্যে জনগণের কাছেও ক্ষমা চাইতে হবে। তা না হলে সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।
আইনজীবী জসিম উদ্দিন জানান, ডাকযোগের পাশাপাশি সারজিস আলমের হোয়াটসঅ্যাপ নাম্বারেও এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে মো. ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচন ট্রাইব্যুনালের রায় ও গেজেটের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। হাইকোর্ট বৃহস্পতিবার সেই রিট খারিজ করে দেন।
এরপর সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে রায়ের বিষয়ে একটি মন্তব্য করেন, যা গণমাধ্যমে প্রকাশিত হয়। নোটিশে অভিযোগ করা হয়, এই মন্তব্যের মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে, যা আদালত অবমাননার শামিল।
একুশে সংবাদ/চ.ট/এ.জে