AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৩:২১ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৫

সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ করা আল আমিন নামে এক রিকশাচালকে কে হত্যার পর লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে ৩ দিনের রিমাণ্ড মন্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) শুনানীতে বাদি পক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড চাইলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আকতার জুলিয়েট ৩ দিনের রিমান্ড মন্জুর করেন আদালত। এর আগে গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সাবেক ওই মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজনভ্যানে পুলিশের পাহারায় পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়।

আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন বলেন, রিমান্ড শুনানিকালে এজাহার ভুক্ত মামলার প্রধান আসামী নুরুল ইসলাম সুজন তার পেয়ারে উল্লেখ করেছেন ঘটনার সময় নাকি তিনি মোবাইলে মারপিট ও হত্যার নির্দেশ দিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে আমরা রিমান্ড না মন্জুরের আবেদন করি। একই সাথে প্রযুক্তির এই যুগে আমরা সুজন সাহেবের মোবাইলের কল লিস্ট যাচাইয়ের কথা জানিয়েছি। এত সত্য ঘটনা বের হয়ে আসবে।  একই সাথে শুনানিতে আসামী নিজেই বক্তব্য দিয়েছেন যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। এবং তিনি ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

এদিকে মামলার বাদি বলছেন তিনি ভুল বুঝে মামলায় নাম উল্লেখ করেছেন। আমরা আশা করবো যে সমস্ত ডকুমেন্ট জমা করেছি, তা আদালত যাচাই করবে বলেই জানান এই এ্যাডভোকেট।
 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আদম সুফি বলেন, আজকের এই মোকদ্দমায় পঞ্চগড় সদর থানার একটি মামলায় হত্যা এবং অপহরণের মামলা ছিল। সেই মোকদ্দমায় আসামীর ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞা আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মন্জুর করেছে। এটি আসলে একটি রহস্যময় এবং ভিক্তিমের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদঘাটনের জন্যই এই মামলার আসামীর রিমান্ড প্রয়োজন ছিল। যেটি আদালত অনুধাবন করেছেন। ফলে আদালত তিন দিনের রিমান্ড দিয়েছে। তবে আসামী পক্ষের আইনজীবীরা এফিডেফিডের যে কথা বলছে তাতে সাক্ষীদের একটি কলাম রয়েছে। সেখানে সাক্ষীদের কোন স্বাক্ষর নেই। সেই এফিডেফিড সম্পূর্ণ অসম্পূর্ণ। এছাড়া মামলা চলার সময় এটি আপসযোগ্য মামলা না।

জানা গেছে, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত বছরের ১০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!