AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ



সোনারগাঁয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের নোয়াগাও ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউ পি সদস্য সাকিব মেম্বারের বিরুদ্ধে এক গৃহবধুকে মদ্যপান করিয়ে ধর্ষণ চেষ্ঠার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের আতাউরের  সঙ্গে পরিবারের অন্য সদস্যদের সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় আতাউর গত ৩ মাস যাবৎ নিঁখোজ রয়েছেন। আতাউরের স্ত্রীর  দাবি তার স্বামীকে অপহরন করা হয়েছে। স্বামীর অবর্তমানে দেবর স্বপন গৃবধুকে  নানা ভাবে উত্যক্ত করে ও কু প্রস্তাব দেয়, প্রস্তাবে রাজী না হওয়ায়,  স্বপন গৃহবধুকে  শারীরীক নির্যাতন করে। 

এ ঘটনায় গত ১৯ জানুয়ারী  গৃহবধু বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্বামীর নিঁখোজ ও দেবরের নির্যাতনের বিচার চাইতে স্থানীয় ইউপি সদস্য সাকিব মেম্বাররে কাছে গেলে, সাকিব মেম্বার গৃহবধুকে  কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায়  ২৫ জানুয়ারী রাতে স্থানীয়  শহিদুল্লার মাধ্যমে গৃহবধু  কে শহিদুল্লার বাড়ি ডেকে পাঠায়। শহিদুল্লার ফাঁকা বাড়িতে পুর্বে থেকে দেবর স্বপন ও সাকিব মেম্বারসহ ৭ /৮ জন উপস্থিত ছিলো। এসময় জোরপুর্বক পানির সাথে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে  সাকিব মেম্বার তাকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ২৭ জানুয়ারী তালতলা  পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী জানান, অভিযোগের সত্যতা পেয়েছি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

 

একুশে সংবাদ/এন ই/বিএইচ

Shwapno
Link copied!