পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাড়ডাকুয়া এলাকার বাদী মনির মৃধার বাড়ি থেকে একটু গরু চুরি হয়। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে।
এবিষয়ে বাদী মনির মৃধা গলাচিপা থানা অভিযোগ করলে থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান এর দিকনির্দেশনায় এস আই মোঃ বেল্লাল ও তার সঙ্গীও ফোর্স সহ স্থানীয়দের সহোযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকনিকান্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে আসামী মামুন হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির ঘটনা স্বীকার করে এবং তার ঘর থেকে চুরি হওয়া গরুর ৫৫ কেজি মাংসসহ তাকে গ্রেফতার করে গলাচিপা থানা নিয়ে আসে।
এবিষয়ে গলাচিপা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গলাচিপা থানা অফিসার ইনচার্জ।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

