“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ।
মেলার উদ্বোধন শেষে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে মাদারগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, বালিজুড়ী ফাজেল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া সুলতানা, আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ছোয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ////র.ন