ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে এ যানজট সৃষ্টি হয়। যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, যানবাহনের দীর্ঘ সারি। যাত্রী ও চালকরা গন্তব্যে পৌঁছাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেউ কেউ ফোনে স্বজনদের বলছেন, যানজট ছাড়লেই এসে পড়বো। চিন্তার কারণ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বড় আকারের কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে বিকল হয়ে পড়ে। এরপরই ধীরে ধীরে গাড়ি এসে জমতে থাকে ওই স্থানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট ১০ কিলোমিটার দূর পর্যন্ত চলে যায়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে একটি কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। পরে সেটি বিকল হয়ে হয়ে আটকে পড়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। সময় বাড়ার সঙ্গে মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘একটি কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে বিকল হয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। বিকল গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।’
একুশে সংবাদ/ এস কে