দুই কেজি গরুর মাংশ বিক্রয়ের টাকা চাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (১২ জানুয়ারি ) রাত পৌনে ৮ দিকে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় আল-আমিন (২৫) নামের একজনকে প্রতিপক্ষের ডেগার ও ভুজালির আঘাতে খুন হয়। নিহত আল-আমিন মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউপির পশ্চিম রানা খড়িয়া গ্রামের রবিউল সরদারের ছেলে।
রবিবার (১২ জানুয়ারি) রাত অনুমান পোনে ৮ টার সময় আলামিন তার মামার ২ কেজি মাংসের পাওনা টাকা প্রতিপক্ষ আসাদুলের নিকট চাইতে গেলে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষরা একত্রিত হয়ে, আল আমিনের ওপর ডেগার ও ভুজালী দিয়ে হামলা চালায়। এসময় আলামিন গুরুতর অসুস্থ হলে তাকে ২৫০ শর্য্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। আমরা ঘটনা স্থলে রয়েছি। এলাকায় বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ////র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

