AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটে জেঁকে বসেছে শীত, বইছে হিম বাতাস


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
১০:৪৯ এএম, ১২ জানুয়ারি, ২০২৫

সিলেটে জেঁকে বসেছে শীত, বইছে হিম বাতাস

বছরের শুরু থেকে দিন দিন সিলেটে শীতের তীব্রতা বেড়েছে। গত কয়েকদিন ধরে সিলেটের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রিতে ওঠানামা করছে। সবশেষ শনিবার (১১ জানুয়ারি) সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


রোববার (১২ জানুয়ারি) ভোর থেকেই সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। সেই সঙ্গে সকাল থেকে কুয়াশা না থাকলেও নগরীতে হিম বাতাসের ঠান্ডায় বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুয়েরা। কাবু হয়ে পড়েছেন নগরীর শিশু ও বৃদ্ধরাও।


আবহাওয়া অফিসের তথ্য মতে, সিলেটে রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বিকেলের দিকে বাতাসের তীব্রতা কিছুটা বাড়তে পারে। ফলে হিম বাতাসের সঙ্গে রাতে কনকনে শীতও পড়তে পারে।

তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছেন সিলেটের শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে সিলেটের গ্রামাঞ্চলের মানুষ। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না তারা। অনেক জায়গায় সকাল ৮টার পর সহসা সূর্যের দেখা মিলছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট ও লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা নিম্ন আয়ের মানুষের। রাতে বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছেন বয়স্ক ও শিশুরা।


একুশে সংবাদ//স.টি//র.ন

Link copied!