মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রীজ অথবা আন্ডারপাস, মসজিদ ও যাত্রী ছাউনি নির্মাণের দাবিতে মানববন্ধ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৩ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন এলাকায় মেদিনীমণ্ডল ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধনে এলাকাবাসীকে যোগদানের আহ্বান করে ইতিমধ্যে আয়োজকদের কয়েকজন সদস্য ফেসবুকে পোস্ট দিয়েছেন।
আয়োজকদের এক সদস্য শেখ রাকিব জানান, পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার ১০০/১৫০ মিটারের মধ্যে খানবাড়ি বাসস্ট্যান্ড। সড়কে দাঁড়িয়েই যাত্রী ওঠানামা করে বাস কোম্পানিগুলো। তা ছাড়া ফুটওভার ব্রীজ না থাকায় যাত্রী ও পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। এর ফলে প্রায়ই এখানে দুর্ঘটনায় মানুষ হতাহতের ঘটনা ঘটছে। এক্সপ্রেসওয়েতে চলাচলকারীদের প্রায় ২০/৩০ শতাংশ যাত্রী এখানে ওঠানামা করে। অথচ গুরুত্বপূর্ণ এ স্থানে কোনো যাত্রী ছাউনি ও টয়লেট নেই। এর ফলে মানুষজন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, মানববন্ধনের বিষয়টি আমাকে কেউ জানায়নি, এমনকি মানববন্ধনের জন্য কেউ অনুমতিও নেয়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :