কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে প্রেসক্লাব চত্বরে দলীয় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব হল রুমে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালিত হয়। এসময় প্রেসক্লাবের যে সকল সদস্য গত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনাসহ এক মিনিট নিরবতা পালন করা হয়।
উলিপুর প্রেসক্লাবের নব কমিটির সহ-সভাপতি দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি শহিদুল আলম বাবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সাপ্তাহিক জুলফিকার পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সদ্য সভাপতি মমতাজুল হাসান কারিমী।
দিবসটিতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, নব কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম কুমার সেন গুপ্ত লক্ষণ, জেষ্ঠ সাংবাদিক ও নব কমিটির সদস্য নুরুজ্জামান সরকার, নুর বক্ত মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন, সাত দরগা নেছারিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্য ও জেষ্ঠ সাংবাদিক এবং কুড়িগ্রাম জজকোর্টের এডভোকেট আহসান হাবীব নিলু, চ্যানেল টুয়েন্টি ফোর ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য, লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হাসান চাঁদ, কমরেড দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়েত ইসলামী উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

