গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে শহরের শান্তি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর কবীর সিফতি, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুমান, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহ হোসেন মুজাহিদসহ অন্যরা।
একুশে সংবাদ////র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

