এনজিওর লোনের টাকা পরিশোধ না হতেই চুরি হয়ে গেছে রকিবুলের ইজিবাইকটি। শক্রবার দুপুরে কোটচাঁদপুরের স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের একটি ক্লীনিকের সামনে থেকে চুরি হয় ইজিবাইকটি। এখন এনজিওর কিস্তি আর সংসার নিয়ে বে-কায়কায় ওই ইজিবাইক চালক। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী রকিবুল হাসান বলেন, শুক্রবার দুপুর ১ টা বাজে। ওই সময় ইজিবাইকটি ক্লীনিকের সামনে রেখে পাশের আরেকটি ক্লীনিকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ১৫ মিনিট পর ফিরে এসে ইজিবাইকটি আর দেখতে পায়নি। এরপর অনেক জায়গায় খোঁজাখুজি করেছি।
পরে ওই ক্লীনিকে সিসি টিভি ফুটেছে দেখতে পায় চোরেরা ইজিবাইকটি নিয়ে যাচ্ছে। ওই ঘটনায় অজ্ঞাত চোরেদের নামে কোটচাঁদপুর থানায় অভিযোগ করা হয়েছে।
তিনি বলেন, গেল তিন মাস আগে এক লাখ পনের হাজার টাকা দিয়ে ইজিবাইকটি কিনেছিলাম। যার মধ্যে ছিল এনজিওর চব্বিশ হাজার টাকা। বাকি টাকা পেয়েছিলাম গরু বিক্রি থেকে।
তিনি আরো বলেন, গেল তিন মাসে এনজিওর মাত্র আটটি কিস্তি পরিশোধ হয়েছে। বাকি রয়েছে বেশির ভাগ টাকাই। এখন একদিকে কিস্তির টাকা আর অন্যদিকে সংসার, সব মিলিয়ে চরম বে- কায়দায় আমি।
রকিবুল হাসান কোটচাঁদপুর উপজেলা দোড়া গ্রামের লান্টু রহমানের ছেলে।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) আনন্দ কুমার বলেন, আজকে এ ধরনের ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। তবে কালকে অভিযোগ করেছেন কিনা আমার জানা নাই।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

