দেশের অন্যতম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ডাক বিভাগের ডিজিটাল লেনদেন `নগদ` এর রংপুর এরিয়ার চারটি ডিস্ট্রিবিউশন হাউজের মধ্যে ফ্রেন্ডশিপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার চারটি ডিস্ট্রিবিউশন হাউজ নুরা ট্রেড লিংকস-কুড়িগ্রাম, নুরা ট্রেড লিংকস- লালমনিরহাট, এ আর মোটরস (নাগেশ্বরী) এবং এ আর ট্রেডার্স (হাতীবান্ধা) ডিস্ট্রিবিউশন হাউজের ফিল্ডফোর্সদের নিয়ে লালমনিরহাট সরকারি কলেজ মাঠে এক চমকপ্রদ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এ আর মোটরস (নাগেশ্বরী) দল এবং রানার-আপ হয়েছে নুরা ট্রেড লিংকস-কুড়িগ্রাম দল। পরবর্তীতে বিজয়ী এবং রানারআপ দলকে পুরস্কার এবং ট্রফি প্রদান করা হয়। উক্ত আয়োজনে সকল ফিল্ডফোর্স অত্যন্ত আনন্দিত।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদ লিমিটেডের রংপুর রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার বরুন কুমার দাস, এরিয়া ম্যানেজার ফ্রান্সিস মন্ডল, নুরা ট্রেডলিংস এর স্বত্বাধিকারী মো: গোলাম জাকারিয়া পিন্টু, এ আর মোটরস এবং এ আর ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ মোসলেম উদ্দিন খান বাবু এবং লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সকল টেরিটরি ম্যানেজার বৃন্দ।
আগামী দিনগুলোতে নগদকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সকল ডিস্ট্রিবিউটর এবং নগদ কর্মকর্তাবৃন্দ।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

