ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরের জনপদ লালমনিরহাট। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। মহাসড়কের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সূর্যর দেখা মেলেনি।
অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে প্রকৃতিতে ঋতু বদল শুরু হয়। দিনেই কিছুটা গরম ভাব হলেও সন্ধ্যার পর থেকেই শুরু হয় কনকনে ঠান্ডা। ভোরের দিকে কুয়াশা পড়ে।
অপরদিকে তিস্তা চরাঞ্চলের মানুষ এই ঠান্ডায় বিপাকে পড়েছে। বেশি কষ্টে আছেন শিশু ও বৃদ্ধরা।
ঘন কুয়াশায় ঢাকা লালমনিরহাট, বাড়ছে শীতের তীব্রতা
পথচারী নুর আলম বলেন, কয়েকদিন ধরে প্রচুর কুয়াশা পড়ছে। কাছাকাছি কোনো কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির মতো কুয়াশা।
ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, যতই ঠান্ডা হোক তবুও আমাদের ভ্যান নিয়ে বের হতে হয় পরিবারের জন্য। ঠান্ডায় লোকজন নেই তাই বসে আছি।
রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা বাড়বে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

