AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরিরামপুরে নাশকতা মামলায় আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
০৬:২৬ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৪

হরিরামপুরে নাশকতা মামলায় আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাসান ইমাম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে বিএনপির অনুষ্ঠানে হামলার মামলায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় প্রায় আড়াই বছর পরে গত ২৯ অক্টোবর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান দুলাল। এতে সাবেক সাংসদ মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাসান ইমাম বাবুকে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে হাসান ইমাম বাবুকে মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। মামলায় এ পর্যন্ত ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪ জন জামিন পেয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Shwapno
Link copied!