ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে জুনাইদ আহমেদ জিদান (২০)নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর)রাত সাড়ে এগারটার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের রাউনা ইউনিয়নের পাচুয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য জিদান নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের মাদ্রাসার শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিনের ছেলে। তিনি ডিএমপির ঢাকা দক্ষিণ ভাটারা থানায় কর্মরত ছিলেন। তিনি প্রায় দেড় বছর আগে পুলিশে যোগদান করেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিদান বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল হিসাবে ঢাকার ভাটারা থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার জিদান ছুটিতে বাড়ী ফিরছিলেন। ভালুকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নান্দাইল বাড়ীতে আসার সময় ভালুকা-গফরগাঁও সড়কের পাঁচুয়া এলাকায় পৌঁছলে শিয়ালের সাথে ধাক্কা লেগে সিএনজি উল্টে যায়।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জিদানকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, পুলিশ সদস্য জিদান ছুটিতে বাড়ী ফিরছিলেন। ভালুকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নান্দাইল বাড়ীতে যাওয়ার সময় ভালুকা -গফরগাঁও সড়কের পাঁচুয়া এলাকায় পৌঁছলে শিয়ালের সাথে ধাক্কা লেগে সিএনজি উল্টে যায় এবং জিদানের মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ বলেন, সিএনজিচালিত অটোরিকশা উল্টে পুলিশ সদস্য জুনাইদ আহমেদ জিদানের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় তার জানাজা সম্পন্ন হয়েছে।আমি জিদানের জানাজায় অংশগ্রহণ করি।
একুশে সংবাদ/বিএইচ