AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মা‌টিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ জনকে জরিমানা


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৫:২৮ পিএম, ৪ ডিসেম্বর, ২০২৪

মা‌টিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে  ২ জনকে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে ফুটপাত দখল করে জনদুর্ভোগ ও প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বাজারের বিভিন্ন দোকান মনিটরিং ও মোবাইল কোট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বেলা ১টার সময় মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন গলিতে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য মনিটরিং কার্যক্রম প‌রিচালনা ক‌রেন সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আল আ‌মিন হালদার।

প্রতিটি দোকান ঘুরে ঘুরে নিত‌্য প্রয়োজনীয় দ্রব্যের মূল‌্য তা‌লিকা, পন্যের তদারকি ও ব্যবসায়ীর ক্রয়মূল্যের সঙ্গে পণ্যের বিক্রয়মূল্যের তালিকা যাচাই এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পণ‌্য  বিক্রয় করার নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের রশিদ সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

অপর দিকে মোবাইল কোট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী মেসার্স হালিম ষ্টোর ও হাসান ষ্টোরকে ১হাজার ৫শত টাকা ক‌রে উভয়কে মোট ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অবৈধভাবে ফুটপাত দখল করে পণ্য বিক্রয় না করার ব্যাপারে সংশ্লিষ্ট দোকাদারগণকে সতর্ক ও বাজারে মূল্য তালিকা উন্মূক্ত স্থানে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আল আ‌মিন হালদার ব‌লেন, নিয়ম ব‌র্হিভুত কাজ করে ব‌্যবসা কর‌তে করলে তার বিরু‌দ্ধে আই‌নি ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।  দ্রব‌্য মূল‌্য নিয়ন্ত্রনে আগামী‌তেও এধর‌ণের কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!