AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো স্বামী


উজিরপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো স্বামী

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপার গ্রামে এক অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে গুরুতর যখমের অভিযোগ পাওয়া গেছে।নির্যাতিত নারীকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। 

এ ঘটনা  উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়, অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গাজীরপাড় গ্রামের মোঃ আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে মোসাম্মৎ রহিমা বেগমের(৩৫) এর সাথে আঠারো বছর পূর্বে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার মাগুরা গ্রামের মৃত আব্দুর রব আকনের পুত্র মোঃ হাবিবুর রহমান আকন (৩৫)এর  সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

 তারই ধারাবাহিকতায় রহিমা বেগমকে চাপ সৃষ্টি করে কয়েক দফা মোটা অংকের যৌতুক আদায় করে নেন তার স্বামী হাবিবুর রহমান। সম্প্রীতি ২৫ নভেম্বর সকাল ৯ টায় হাবিবুর রহমান স্ত্রীর বাড়িতে এসে পুনরায় ২লক্ষ টাকা  ব্যবসার জন্য দাবি করেন। এতে রহিমা ও তার পরিবার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, রহিমা বেগমের  স্বামী হাবিবুর রহমান ক্ষিপ্তহয়ে বেদম মারধর করে পালিয়ে যায়।

খবর পেয়ে রহিমার বড় বোন  সালমা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করেন।এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমান আকনকে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান এই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!