নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী মো: ছাদির মিয়া ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে গ্রেফতারকৃত হত্যা মামলার পলাতক আসামী, নবীগঞ্জ থানার মামলা নং-০২ ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩০৭/ ৩০২/ ১১৪/ ৩৪ পেনেল কোর্ড ১৮৬০, এর এজাহারনামীয় ০৪ নং পলাতক আসমী ও মাদক মামলার জি,আর, নং ৭৫/২২ এর এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিমিরপুর গ্রামের মৃত সাহিদ মিয়া পুত্র মো: ছাদির মিয়া(৪১), ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হলো, জি,আর, মামলা- ১৮৮, মামলার ধারা-১৪৩/ ৪৪৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৪২৭/ ৫০৬/ ১১৪ পেনেল কোর্ড ১৮৬০, এর গ্রেফতারকৃত পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পোরুষত্তোমপুর গ্রামের মৃত আবারক মিয়ার পুত্র আবুল কালাম (৫০), কে গ্রেফতার করে পুলিশ। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) এর দিকনির্দেশনায় এস আই আব্দুল কাদের ও এস আই মো: সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলার পলাতক আসামী ছাদির মিয়া ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আবুল কালাম কে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
