মাদারীপুরের ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বপন ঘরামী(৩৩) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর পাশে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানাগেছে, স্বপন ঘরামী (৩৩) নামে এক ভ্যান চালক যুবক শশিকরে যাত্রী রেখে খালি ভ্যান নিয়ে উপজেলার উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে ভ্যান পড়ে যায়।এসময় খাদে ছিটকে পড়ে ওই ভ্যান চালকের মৃত্যু হয়েছে।নিহত যুবক বরিশাল আগৈলঝাড়া উপজেলার ছোট বাসাইল গ্রামের আকবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সরস্বতী শিকদার জানান,আমাদের বাড়ীর পাশে রাস্তা থেকে পুকুরে হঠাৎ ভ্যান পড়ার শব্দ শুনে ছুটে যাই।এসময় ভ্যান চালককে খাদে পড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।পরে স্থানীয়রা তাকে খাদ থেকে রাস্তায় তুলেন ততক্ষণে তার মৃত্যু হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এই বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মাহমুদ-উল হাসান বলেন,স্বপন ঘরামী নামে এক ভ্যানচালক ভ্যান উল্টিয়ে পুকুরের খাদে পড়ে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

