স্বেচ্ছায় রক্তদান সংগঠন ঠাকুরগাও ব্লাড ডোনার অর্গানাইজেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা হয়েছে। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার দিন ব্যাপী এ মিলন মেলা হয়।
সকালে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র্যালী বের করা হয়। শহর ঘুড়ে আবার বিদ্যালয় প্রাঙ্গনে এসে র্যালী শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন, সাবেক এমপি জাহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌর বিএনপির সহ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, সংগঠনের উপদেষ্টা শাহিনুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক উজ্জল রহমান, সভাপতি সুজন রাফি প্রমূখ। এতে সংগঠনের সদস্য, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকালে কেক কাটা, ক্রেষ্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

