AB Bank
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাফ নদী থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
১২:১৩ এএম, ৬ নভেম্বর, ২০২৪
নাফ নদী থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ ধরতে যাওয়া ১৫ টি ডিঙি নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের  সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন  টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

তিনি জানান, ২ টি ইঞ্জিন চালিত নৌকা এবং ১৩টি ইঞ্জিন বিহীন নৌকা যোগে মোহনায় মাছ ধরাকালে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। প্রতিটি নৌকায় এক দুইজন করে জেলে রয়েছে।  

ভুক্তভোগী জেলেদের বরাতে এ জনপ্রতিনিধি জানান, আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলার নিয়ে এসে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। সবার বাড়ি টেকনাফের সাবারং ইউনিয়নের শাহ পরীরদ্বীপের জালিয়াপাড়ায় বলে জানালেও তাদের নাম নিশ্চিত করতে পারেননি তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:আদনান চৌধুরী বলেন, বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় লোকজন তাকে জানিয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট  কর্তৃপ ক্ষকে অবহিত করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ-২  বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  মহিউদ্দিন আহমেদ  বলেন, স্থানীয় লোকজন ও পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!