পটুয়াখালীর দশমিনায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় সালিশগণের হাতে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দক্ষিণ আদমপুরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুরুল ইসলাম হাওলাদার ওই এলাকার মৃত কাদের হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, মোঃ নুরুল ইসলাম হালদারের বড় ছেলে মোঃ শাহজাহান হাওলাদা বাড়ী করার জন্য জমি চেয়ে আসছিল দীর্ঘদিন ধরে। কিন্তু জমি না দেওয়ায় ছেলে শাহজাহান স্থানীয় ৪/৫জন সালিশগণের কাছে এ বিষয়ে অভিযোগ করেন।
পরে সালিশ বৈঠকে ডাকেন ওই ওয়ার্ডের মেম্বার মোঃ সোহাগ, মোঃ রহিম বেপারী, মোঃ কাইয়ুম গাজী, মোঃ ইয়াকুব আলী গাজী রবিবার সকালে সালিশ বৈঠকে বসেন। এসময় সালিশগণ শাহজাহানকে জমি দিতে বললে তাতে অস্বীকৃতি জানান শাহজাহানের বাবা নুরুল ইসলাম। ওই সালিশগণ সবাই মিলে নুরুল ইসলামকে চড়থাপ্পর মেরে পাশের খালে নামিয়ে পানিতে চুবিয়ে রাখেন।
এসময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বাড়ির লোকজনের সহায়তায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া বারোটার দিকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলিম বলেন, মৃত নুরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :