রাজবাড়ীতে চিকিৎসক ও ক্লিনিকের অবহেলায় সোনিয়া (২৩) নামের এক সিজারিয়ান রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার (১ নভেম্বর) সকালে বিক্ষুব্ধ জনতা ও রোগীর স্বজনেরা রাজবাড়ী শহরের ফায়ার সার্ভিস এলাকায় রাবেয়া প্রাইভেট হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত সোনিয়া রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী।
সোনিয়ার পরিবারের অভিযোগ, ৩১ অক্টোবর রাতে রাবেয়া প্রাইভেট হাসপাতালে ডা. শাহনিমা নার্গিস সিজার করার পর সোনিয়ার কন্যা সন্তানের জন্ম হয়। এনেসথেসিয়া দেন রাজবাড়ী জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. একরামুল করিম উল্লাস। সিজারের সময় সোনিয়ার প্রচুর রক্তক্ষরণ, বমি ও শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে ডাঃ নার্গিস দ্রুত রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুরে আইসিইউতে নেওয়ার প্রাক্কালে সোনিয়া মারা যান।
ডা. শাহনিমা নার্গিসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, ঘটনার পর রোগী পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ভাঙচুর চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটন বলেন, "আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে।"
উল্লেখ্য, ডা. শাহনিমা নার্গিস কর্তৃক বিভিন্ন ক্লিনিকে সিজারের সময় একাধিক রোগী মৃত্যুর অভিযোগ উঠলেও তিনি বহাল তবিয়তে রয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

