কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিশেষ অভিযানে সেনাবাহিনী ও ভুরুঙ্গামারী থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজন আসামিকে আটক করা হয়েছে। গতকাল রাত ৩:৪৫ ঘটিকায় দক্ষিন সিংঝার এলাকায় মোহাম্মদ জহুরুল ইসলাম (৪০) নামে একজনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। জহুরুলের পিতার নাম মৃত আবুল কাশেম।
থানা পুলিশ সূত্রে জানা যায়,অভিযানকালে তার কাছ থেকে ১২২ বোতল ফেনসিডিল, ৪০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভুরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৪(খ), ১০(ক), ও ১৯(ক) ধারায় মামলা (মামলা নম্বর ০২, তারিখ: ০২/১১/২০২৪) রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় অবস্থানের উদাহরণ।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

