কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর বাজার চেঙ্গাকান্দি ঘাটে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার ভোর রাত আনুমানিক ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী শাওন। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহুর্তের মধ্যে আগুন আসে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। জনগন ও ফায়ার সার্ভিসের লোকজনের দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো বলেন,কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে৷
এদিকে সোমবার(২৭ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম ও সহকারী কমিশনার(ভূমি) রেদওয়ান ইসলাম৷
এসময় তারা ক্ষতিগ্রস্থ দোকান গুলো ঘুরে দেখে বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসারীদের তালিকা তৈরী করে সরকারী ভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করা প্রয়োজন তা আমরা করবো৷।
একুশে সংবাদ/ এস কে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
