AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার



ফরিদপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর এলাকার একটি আখ ক্ষেত থেকে নিখোঁজ অটো রিকশা চালক মোশারফ হোসেনের(৩৫) লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার(২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার শোভারামপুর নিজ বাড়ি থেকে অটো নিয়ে বের হন মোশারফ। এরপর থেকেই ওই অটো চালক নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে জানায়।

পরে কোতোয়ালী থানা পুলিশ সিসিটিভি ও তথ্য প্রযুক্তির সহায়তায় ফুটেজ ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ শহর থেকে ২ আসামীকে আটক করলে তারা জানায়, নিখোঁজ ওই অটো চালকের অটো ছিনতাই করে তাকে মেরে কানাইপুরের একটি আখ ক্ষেতে ফেলে রাখা হয়েছে। এরপর ভোররাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসাদউজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।


একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!