যশোরের ভৈরব নদ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার কৈখালী গ্রামে। মরদেহর পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে ভৈরব নদের থেকে দুর্গন্ধ আসতে থাকে। পরবর্তীতে তারা পাড়ে গিয়ে দেখে এক ব্যক্তির মরদেহ ভাসছে। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে হাজির হয় তারা মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে ২দিন আগে ওই ব্যক্তিকে কেউ হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬৫/৭০ বছর। মুখে পাকা দাড়ি আছে। চুলও পাকা।
খয়েরী রঙের জামা ও লুঙ্গি পরা ছিল। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। যশোর সহ আশপাশ এলাকার যদি কেউ কয়েকদিন ধরে নিখোঁজ থাকে তাহলে পুলিশের সাথে যোগাযোগ করার জন্য তিনি আহ্বান জানান।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

