AB Bank
ঢাকা সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিরোজপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৬:১৬ পিএম, ২৩ অক্টোবর, ২০২৪
পিরোজপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা

সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র -ছাত্রী শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে পিরোজপুর শংকরপাশা ইউনিয়ন গোলাম হায়দার মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক চলার প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। পিরোজপুর শংকরপাশা ইউনিয়ন গোলাম হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা: মাকুল খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার,পিরোজপুর বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক মেহেদী হাসান,পিরোজপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট  মুহাম্মাদুল্লাহ ,টিটিসি ইক্সট্রাক্টর মো মাসুদ রানা সহ অন্যরা।

এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন।" ফুটপাত দিয়ে চলাচল করুন। যেখানে ফুটপাত নেই, সেখানে রাস্তার ডান পাশ দিয়ে সাবধানে চলাচল করুন। রক্ষিত/অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ডানে -বামে দেখে সাবধানে পার হোন। দৌড়ে রাস্তা পার হবেন না, রাস্তা পারাপারের সময় ইয়ারফোন/মোবাইল ফোন ব্যবহার করবেন না।

ছাত্র জনতার অঙ্গীকার" নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিবাদ্যে পিরোজপুরে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস। এছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে যেসব নিয়মকানুন মেনে চলতে হবে সেগুলো সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়।

 

একুশে সংবাদ/এনএস
 

Link copied!