কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সায়মন (২০) উখিয়া উপজেলার পালংখালী এলাকার শাহ আলমের ছেলে।
রোববার (২০ অক্টোবর) বিকেলে কলাতলী বীচ পয়েন্টে এই ঘটনা ঘটে।
পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের একজন কর্মী বলেন, সৈকতে গোসল করতে নেমে সমুদ্রে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, বিকেলে বেড়াতে এসে কলাতলী পয়েন্টে গোসল করতে নামেন সায়মন। এক পর্যায়ে স্রোতের টানে তলিয়ে যান। কিছুক্ষণ পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

