গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয়তাবাদী দল বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহর কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ভাবরাশুর ইউনিয়নের কালীনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।
স্থানীয় বিএনপি নেতা দুলাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত মেজর অহিদুল হক মোল্যা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, সরকারী বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহাজ্জাত মহশিন খিপু বক্তব্য রাখেন।
বিএনপি নেতা হাবিব জান মিয়া ও জাহিদুল ইসলাম লিটুর সঞ্চালনায় এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর পর বিএনপি মুক্ত পরিবেশে সমাবেশ করতে পারছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাধারন মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তাদের পতনের মধ্যে দিয়ে সাধারন মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে।
আগামী নির্বাচনে বিএনপি জনগনের প্রার্থীকে মনোনয়ন দিবে। এক্ষেত্রে বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহকে গোপালগঞ্জ-১ আসনে মনোনয়ন দিবে এবং আওয়ামী লীগের এ ঘাঁটি থেকে বিএনপি জয়লাভ
করবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :