রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ৩ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা, উপজেলার পৌর শহরের নিলু শেখেরপাড়া`র মো. মুনছের আলী শেখের ছেলে ছিদ্দিকুর রহমান চিতাই (৩৭), উওর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া`র মৃত কুটি শেখের ছেলে মো. আজগর শেখ (৪০) ও উত্তর দৌলতদিয়া, মজিদ শেখের পাড়া`র রব বেপারী`র ছেলে মো. শরিফ বেপারী (৩৫)।
বুধবার ( ১৬ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিল্লাল হোসেন অফিসার ফোর্স সহ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর খিঁচুড়ি পট্টি জনৈক নারগিছ এর বসত বাড়ির ৩রুম বিশিষ্ট ওয়াল সেট চৌচালা টিনের ঘরের উত্তর পাশের রুমের ভিতর ডাকাতি প্রস্তুতিকালে ঐ ৩ যুবককে কাঠের হাতল যুক্ত ১ ফুট ৭ ইঞ্চি লম্বা ২টি লোহার দা, বাট সহ ১০ ইঞ্চি লম্বা ১টি স্ট্রীলের ধারোলো চাকু, প্লাষ্টিকের বাট সহ ৯ ইঞ্চি লম্বা একটি স্ট্রীলের চাকু সহ গ্রেপ্তার করা হয়। এ-সময় ডাকাত দলের আরও ৫/৬ জন সদস্য কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ছিদ্দিকুর রহমান চিতাই এর বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা, মাদক সহ ৭টি ও মো. আজগর শেখের বিরুদ্ধে মাদক সহ ৯টি মামলা মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে থানা সূত্রে জানাযায়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্বে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি আইনে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরেই রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :