ছেলে রেজাল্ট খবর পেয়ে কান্নয় ভেংগে পড়ছে , সবুজের মা, আমার আদরের ছেলে টি বেঁচে থাকলে আজ ,রেজাল্ট দেখে কতটা খুশি হতো , অনেক স্বপ্ন ছিল আমার ছেলের , এভাবেই ছেলে বর্ননা দিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত শহীদ সবুজের মা, শ্রীবরদী সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে শহীদ সবুজ।
গত ৪ আগষ্ট শ্রীবরদী উপজেলার রুপার পাড়ার নিজ বাড়ি থেকে সারাদেশে মতো শেরপুরে চলছিল আন্দোলন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসে সবুজ সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন।
শহীদ সবুজ দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় পরিবারকে আর্থিক সহায়তা জন্য ঢাকায় কাজ করাবস্থায় জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। পরে লঙ্গরপাড়ায় একটি ঔষধের দোকানে কাজ করে সংসারের খরচ ও নিজের লেখা পড়া চালিয়ে আসছিলো নিজের অনেক স্বপ্ন ছিল লেখা পড়া করে ভালো কিছু করবে কিন্তু তার নিজের স্বপ্ন গুলো স্বপ্ন রয়ে গেছে সেই নিজেই চলে গেছেন পরপারে, নিহত শহীদ সবুজের রেজাল্ট খবর পাওয়ার পর তার পরিবার এবং এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

