AB Bank
ঢাকা সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"স্বেচ্ছায় করব রক্তদান, বাচাঁব মানুষের প্রাণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা আয়োজন করা হয়।

রোববার (১৩ অক্টোবর) বাশঁহাটি উচ্চ বিদ্যালয় হল রুমে নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি মোহাম্মদ সুমন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপাধ্য ও বিভাগীয় প্রধান প্যাথলজী বিভাগ ও বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাক্তার মতিউর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সমাজসেবা অফিসার ইনসান আলী,  নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুল,প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ,বাশঁহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম ভূইঁয়া, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি  জহিরুল ইসলাম লিটন, নান্দাইল হেল্পলাইনের ভলান্টিয়ার সুফি আবদুল্লাহ, নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির ভলান্টিয়ার ফয়সাল আহম্মেদ, মাহাবুব আলম, রক্তযোদ্ধা পরিবারের ভলান্টিয়ার কাজী কওশিক, যুবশক্তি ব্লাড সোসাইটির ভলান্টিয়ার আতিকুর ইসলাম, রক্তদান ফাউন্ডেশন কেন্দুয়ার ভলান্টিয়ার আশিফুল ইসলাম রিয়াদ, রক্তদানের আমরা ময়মনসিংহ মওদুদ আহম্মেদ, রক্তদানে মাইজবাগ জাহিদ হাসান, থ্যালাসিয়াম রোগে আক্রান্ত রোগির পরিবারের পক্ষ যথাক্রমে খোরশেদ আলম, সুরুজ আলী, কপিলা আক্তার, সীমা আক্তার সহ প্রমুখ।

আলোচনা শেষে আগত সকল অতিথি ও ভলান্টিয়াদের মাঝে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

 

একুশে সংবাদ/আ.য

Link copied!