ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরে ধর্মপ্রাণ মুসলমান ও ছাত্র মজলিসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন- মধুখালী প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ ইমরান শরীফ, মাওলানা মো. আব্দুর রউফ, সাইফুল ইসলাম, হাটখোলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের, বাকুন্ডা বাটপারা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আখতার হোসেন বুখারী, আবু নাসির আল খুজাইমি।
সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কোনো রকম কটূক্তি সহ্য করা হবে না। যদি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভারতের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। আল কোরআনের অবমাননা সহ্য করা হবে না। পরে বিশ্বের মুসলিমদের এক হবার আহ্বান জানিয়ে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয় থেকে শহর প্রদক্ষিণ শেষ করে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

