মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপি`র আয়োজনে শনিবার দুপুরে শ্রীপুর মহিলা কলেজ এলাকায় দলের বর্ধিত সভা ও হিন্দ ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে দলীয় নেতা-কর্মীদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা বিএনপি`র সভাপতি বদরুলল আলম হিরোর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি`র সাধারন সম্পাদক মুন্সী রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক খোন্দকার আশরাফুল ইসলাম নালিম, প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গী, যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, কৃষকদলের আহবায়ক মেহেদি হাসান মুকুল, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, শ্রমিক দলের আহবায়ক মোল্লা সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল, তাতীদলের ইকবল হোসেন, মহিলা দলের আহবায়ক শাহানা ফেরদৌস হ্যাপি,ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব রায়হান রিংকু, গয়েশপুর ইউনিয়ন বিএনপি`র সভাপতি সনৎ কুমার বিশ্বাস, আমলসার ইউনিয়ন বিএনপি`র সভাপতি মসলেম উদ্দীন মন্ডল, শ্রীকোল ইউনিয়ন সভাপতি কায়েম আলী, শ্রীপুর ইউনিয়ন সভাপতি আবু নঈম কিতাব, দ্বারিয়াপুর ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, কাদিরপাড়া ইউনিয়ন সভাপতি আবু জাফর, সব্দালপুর ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু ও নাকোল ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান।
সভায় উপজেলা বিএনপি`র সভাপতি, সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ, ৮ ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল,তাতীদল, মহিলাদল, শ্রমিকদলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তাগণ বলেন, দলের নেতা কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সু-সম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজা উদযাপনের লক্ষে সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কোন অপ-শক্তি যাতে পূজাকে কেন্দ্র করে কোন প্রকার নাশকতা বা বিশৃঙ্খতা সৃষ্টি করতে না পারে সেদিকে বিএনপির নেতা কর্মীদের নিজনিজ এলাকায় সজাক দৃষ্টি রাখতে হবে। পূজায় নিরাপত্তা বিধানে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :