বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি রুহুল আমিন গাজীর আশু সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) খুলনা প্রেসক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে এ আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন এমইউজে’র সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন।
মাহফিলে সভাপতিত্ব করেন এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এবং অন্যান্য বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।
রুহুল আমিন গাজীর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় থাইল্যান্ডে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয় এবং তাকে ঢাকার বিআরবি হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না এবং আপনজনদেরও চিনতে পারছেন না। শ্বাসকষ্টের সমস্যাও বেড়েছে।
তবুও সকলেই মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, যেন তিনি সুস্থ হয়ে ফিরে আসেন।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

