চট্টগ্রামের বোয়ালখালীতে এয়ারগানের গুলিতে এক ব্যক্তির পোষা বিড়াল গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বিকেলে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কালু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এরপর ঘটনাটি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে যায়। শেষ পর্যন্ত বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে।
বুধবার বিকেলে এ নিয়ে বোয়ালখালী থানায় একজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন বিড়ালের মালিক ফরিদুল ইসলাম। অভিযোগে জানা যায়, মঙ্গলবার বেলা তিনটার দিকে আবদুর রশিদ নামের এক প্রতিবেশী ফরিদুলের পোষা বিড়ালকে লক্ষ্য করে এয়ারগানের গুলি ছোড়েন। এতে বিড়ালটি বাঁ চোখের নিচে গুলিবিদ্ধ হয়। এ নিয়ে প্রতিবাদ করলে আবদুর রশিদ অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে ফরিদুল অভিযোগে উল্লেখ করেছেন।
ফরিদুল বলেন, গুলিবিদ্ধ বিড়ালটিকে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সার্জারির মাধ্যমে আজ গুলিটি বের করা হয়েছে। এরপর ফরিদুল থানায় অভিযোগ দেন। বিড়ালটির দুটি দুগ্ধপোষ্য বাচ্চা রয়েছে বলে জানান ফরিদুল। ঘটনার সত্যতা জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সরোয়ার বলেন, বিড়াল গুলিবিদ্ধ হয়েছে, এটা সত্য। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। বিষয়টির তদন্ত চলছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :