ঢাকা শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মীদের হাতে মতিঝিল সরকারি হাইস্কুলের এক সিনিয়র শিক্ষকের লাঞ্ছনার প্রতিবাদে তেলিগাতী কুয়েট রোডের গভঃ ল্যাবরেটরী হাইস্কুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আবু হানিফ, সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান, এস এম জহুরুল ইসলাম, মো. সামসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শামীমা হক ও অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পিএসসি’র মাধ্যমে গেজেটেড কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হলেও প্রশাসনিক বৈষম্যের কারণে তাঁরা বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাদের দাবি, ১৭ সেপ্টেম্বর ঢাকা শিক্ষা ভবনে শান্তিপূর্ণ মানববন্ধনের সময় সেসিপ প্রকল্পের কর্মচারীরা অতর্কিতে হামলা চালিয়ে এক শিক্ষককে মারাত্মকভাবে লাঞ্ছিত করেন। বক্তারা প্রশ্ন তোলেন, প্রকল্প কর্মকর্তারা রাজস্ব খাতে কিভাবে চলে যাচ্ছেন, যা অব্যাখ্যযোগ্য। দুর্নীতি ও অবৈধ পদায়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে বিচার করার দাবি জানান।
মানববন্ধনের আয়োজকরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি মনোযোগী হয়ে উন্নত জাতি গঠনে মেধাবীদের এই পেশায় আগ্রহী করে তোলার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/এনএস
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
