শিক্ষার্থীদের আন্দোলন এবং শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এটিএম বুথগুলো বন্ধ রাখে ব্যাংক কর্তৃপক্ষ।
ফলে নগদ টাকার সংকটে পড়েন হাজার হাজার গ্রাহক। প্রায় এক সপ্তাহের বেশি সময় পর সেবা প্রাপ্তি নিয়ে বিড়ম্বনার পর স্বাভাবিক হয়েছে এটিএম বুথের কার্যক্রম।
রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার কয়েকটি ব্যাংকের বুথ ঘুরে জানা যায়, প্রতিটি ব্যাংকের এটিএমেই টাকা রয়েছে। এটিএম বুথগুলোতে নিরাপত্তা ও পর্যাপ্ত টাকা থাকায় উত্তোলন করতে পারছেন গ্রাহকরা।
উপজেলার এটিএম বুথগুলোতে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা জানান, এক সপ্তাহের বেশি সময় পর স্বাভাবিক হয়েছে এটিএম বুথগুলো। গ্রাহকরা এখন স্বস্তিতে প্রত্যাশিত পরিমাণ অর্থ তুলতে পারছেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

