AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

থানচিতে থানার পুলিশের সেবা সচল করতে সহযোগিতা করা হচ্ছে -বিজিবি


থানচিতে থানার পুলিশের সেবা সচল করতে সহযোগিতা করা হচ্ছে -বিজিবি

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদস্যদের সর্বাত্মক নিরাপত্তায় বান্দরবানে থানচিতে থানার সেবা কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। থানার পুলিশের পুরোপুরি সচল করতে কিছুটা সময় লাগবে। থানার পুলিশের সেবা কার্যক্রম পুরোদমে সচল করতে বিজিবি’র ও সেনাবাহিনীর পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন, পিএসসি।

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে পুলিশের উপর বিক্ষুব্ধ জনতা থানা ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ চালায়। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তাহীনতায় সারাদেশে পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছিলেন। এমতাবস্থায় জনপদের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে চলতি মাসের গত রবিবার (১১ আগস্ট) থেকে বিজিবি‍‍`র ও সেনাবাহিনীর সর্বাত্মক নিরাপত্তায় বান্দরবানে থানচি থানার সেবা কার্যক্রম সীমিত পরিসরে সচল হতে শুরু হয়েছে।

এবিষয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) পরিচালক ও অধিনায়ক মোহাম্মদ তৈমুর হাসান খাঁন পিএসসি জানান, দেশের চলমান পরিস্থিতিতে সাধারণ জনগণের পাশে বিজিবি ও সেনা বাহিনীর সদস্যরা রয়েছেন। বিজিবি’র সর্বাত্মক নিরাপত্তায় থানচি থানার পুলিশের সেবা কার্যক্রম পুরোদমে সচল করতে কাজ চলছে।

(৩৮ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন, পিএসসি আরো জানান, ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর সীমান্তবর্তী এলাকা জননিরাপত্তা জোরদার করেছে বিজিবি। জনপদের শান্তিশৃঙ্খলা স্থিতিশীল রাখতে থানচি থানাসহ উপজেলার জনমানুষের জানমালের রক্ষায়, সরকারি সম্পদ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি‍‍`র মোতায়েন করা হয়। এই উপজেলায় গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে জনস্বার্থে বিজিবি সদস্যরা পাহারায় রয়েছেন।

তিনি আরো জানান, দেশের চলমান পরিস্থিতিতে যদিও এই উপজেলায় ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ করা না হলেও সারাদেশে ছড়িয়ে পড়া আতঙ্ক ও ১১ দফা দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করেন। এখন বিজিবি‍‍`র ও সেনাবাহিনীর সর্বাত্মক নিরাপত্তায় থানচি থানার পুলিশের সেবা কার্যক্রম সচল হতে শুরু করেছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!