প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার রায়পুর ও রামগঞ্জ থানা ভবন, রামগঞ্জ উপজেলা ভবন এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত রামগঞ্জে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের পর লুটপাটের ঘটনা ঘটে।
এসময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপুর বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া তারা লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ আলম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলুর বাড়িতেও অগ্নিসংযোগ করে। এদিকে থানায় আগুন দেয়ার সময় সামনে কয়েকটি গাড়িও পুড়িয়ে দেয়া হয়।
স্বাস্থ্যসেবায় নিয়োজিত রামগঞ্জে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা বলেন, হঠাৎ করে একদল দুর্বৃত্ত রামগঞ্জ শহরের খান টাওয়ারে অবস্থিত মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর চালায়। একপর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত বিভিন্ন মেশিনারিসহ সব আসবাবপত্র লুট করে নিয়ে যায়। পরে অগ্নিসংযোগ করে পুরো ভবন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।
এসব ঘটনায় লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার থমথমে অবস্থা বিরাজ করছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :