AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত


মাগুরায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে প্রতিপক্ষের হামলায় কুমারেশ ঘোষ (৩৮) নামে এক  ব্যক্তি গুরুতর আহত হয়েছে। উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রথমে আহত ওই  ব্যক্তিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে।  

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আহত কুমারেশ ঘোষের ভাই ইউপি সদস্য রমেশ ঘোষ বাদী হয়ে ৭ জনকে আসামী করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে উপজেলার দোরাননগর গ্রামের ইউপি সদস্য রমেশ ঘোষ ও বিশ্বজিৎ ঘোষের মধ্যে দীর্ঘদিনবিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে ওই গ্রামের বাবুল ডাক্তারকে বাড়িতে এগিয়ে দিতে গিয়ে সজিব মন্ডল, বসন্ত মন্ডল, আশিষ মন্ডলসহ ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল বাবুল ডাক্তার, ইউপি সদস্য রমেশ ঘোষ ও বিবেক বালার মোটরসাইকেলের গতিরোধ করে লাঞ্চিত করে। এ ঘটনার জের ধরে  বুধবার সকাল ৮’টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে  প্রতিপক্ষের হামলায় কুমারেশ ঘোষ (৩৮) নামে এক  ব্যক্তি গুরুতর আহত।

এ বিষয়ে আহত কুমারেশ ঘোষের বড় ভাই  ইউপি সদস্য রমেশ ঘোষ জানান, মঙ্গলবার রাতে সজিব মন্ডল, বসন্ত মন্ডল, আশিষ মন্ডলসহ ১৫ থেকে ২০ জন আমাদের মোটরসাইকেল আটকে ৩ জনকে লাঞ্চিত করে। বুধবার সকালে বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে উৎপল ঘোষ, সমরেন ঘোষ, স্বরুপ ঘোষ, উত্তম ঘোষ, নারায়ন ঘোষ, মুরার্জি ঘোষ, কৃষ্ণপদ ঘোষসহ ১৫ থেকে ২০ জন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার ছোট ভাই কুমারেশ ঘোষ মারাত্মক আহত হয়। দেশীয় অস্ত্র দিয়ে তার শরীর ও মাথায় এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। কুমারেশ ঘোষ মারাত্মক আহত মুমুর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে বিশ্বজিৎ ঘোষ জানান, আমি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করি। চাকরির সুবাদে আমি চট্টগ্রাম থাকি। গ্রামে কি হয়েছে এবিষয়ে আমি কিছুই জানি না। তবে, প্রতিপক্ষরা আমাকে মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করছে। আমি যেহেতু সরকারি চাকরি করি সেহেতু কোন ঝামেলায় জড়ানোর কোন প্রশ্নই ওঠে না ।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ  শেখ তাসমীম আলম জানান, এ বিষয়ে সংবাদ পেয়েছি এবং সংবাদ পেয়ে সেখানে পুলিশ  পাঠানো হয়েছিল। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!