পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের ইউপি সদস্য ফিরোজ খানের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খান (৭৬) সোমবার পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সোমবার (১৫ জুলাই) আসরের নামাজের পর রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার দেয়া হয়।
এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ও পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজা নামাজের পর মরহুমকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

