বরগুনার আমতলীর ঝুঁকিপুর্ণ খেকুয়ানী আয়রন ব্রিজ, গাজীপুর আয়রন ব্রিজসহ অধিক ঝুকিপূর্ন গুলিতে সতর্কীকরন নোটিশ ও ব্রিজের দু’পাড়ে পিলার স্থাপন করে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়।
জানা গেছে, আমতলী উপজেলায় ২০০৫-০৬ অর্থ বছরে অর্ধশতাধিক আয়রন ব্রিজ নির্মাণ করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ব্রিজগুলোর ঠিকাদারগণ নরমাল বীম বসিয়ে নির্মাণ করেছেন এমন অভিযোগ স্থানীয়দের।
নির্মানের ৫ বছরের মধ্যেই লোহার বীম অকেজো হয়ে যায়। ফলে ব্রিজগুলো অত্যন্ত ঝুঁকিপুর্ণ হয়ে পড়ে। শনিবার (২২ জুন) বৌভাত অনুষ্ঠানে যাওয়ার পথে চাওড়া খালের ওপর নির্মিত চাওড়াওহলদিয়া ইউনিয়নের সংযোগ হলদিয়া হাট ব্রিজের মাঝখান ভেঙ্গে মাইক্রোবাস পানিতে তলিয়ে ৯ জন নিহত হয়।
এঘটনার পর বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলার ঝুঁকিপুর্ণ ব্রিজগুলোতে সতর্কীতরণ নোটিশ টানিয়েছেন ব্রীজের দু পাড়ে পিলার স্থাপন করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশলীর কার্যালয়।
আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার অতি ঝুকিপুর্ণ আয়রন ব্রীজ গুলিতে সতর্কীকরণ নোটিশ ও পিলার স্থাপন করা হয়েছে। যাতে ভারী যানবাহন ব্রীজে না উঠতে পারে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :