চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজলের মরদেহ পাওয়া গেছে।
রোববার (২৩ জুন) সন্ধ্যা ৬ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। কর্ণফুলী নদীর চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কাজলের মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। কোস্টগার্ড উদ্ধারে গেছে। কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী কাজী রাসেল বলেন, সন্ধ্যা ৬ টার দিকে নদীর হামিদচর এলাকা ভেসে উঠে কাজলের মরদেহ। মরদেহ উদ্ধার করে পূর্ব কালুরঘাট ফেরিঘাটে নিয়ে আসা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার (২২ জুন) সন্ধ্যা কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে একটি যাত্রীবাহী নৌকা ফেরিকে ধাক্কা দিলে নৌকা থেকে কাজলসহ দু’জন নদীতে পড়ে যায়। এর মধ্যে নূর কাদের কূলে উঠতে পারলে ও কাজল নদীতে তলিয়ে যান। আজ রাত সাড়ে ১০ টায় কাজলের নামাজে জানাজা পূর্ব গোমদন্ডী শেখ পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

